Meghalaya Case | পাকা দেখার পর থেকেই খুনের ছক! ২০ লক্ষ টাকা দিয়ে 'খুনি' ভাড়া, বিধবা হওয়ার 'নাটক'! মেঘালয় কান্ডের পর্দাফাঁস!
Tuesday, June 10 2025, 8:16 am
Key Highlightsভাড়াটে দুই খুনিকে জেরা করার পর জানা গিয়েছে, সোনম ও রাজার এনগেজমেন্টের পরই খুনের ছক কষা শুরু হয়।
মেঘালয় কান্ড নিয়ে পর পর চাঞ্চল্যকর তথ্য! ভাড়াটে দুই খুনিকে জেরা করার পর জানা গিয়েছে, সোনম ও রাজার এনগেজমেন্টের পরই খুনের ছক কষা শুরু হয়। পরিকল্পনা মতো অনলাইনে ছোট কুড়ুল বা দা কেনা হয়। এরপর মেঘালয়ে ফটোশুটের অছিলায় সোনম তার স্বামী রাজাকে নিয়ে যায় কোরসা এলাকায়। সেখানে খুনিদের ১৫ হাজার টাকা নগদ দিয়ে খুন করতে বলে সোনম। পরে ২০ লক্ষ টাকা দেওয়ার কথাও বলে সে। পুলিশ তদন্তে জানা গিয়েছে, প্রেমিক রাজকে বিয়ে করতে যাতে অসুবিধা না হয় তার জন্য রাজাকে খুনের পর বিধবা থাকার পরিকল্পনা ছিল সোনমের।

