Lionel Messi | মেসির সঙ্গে সেলফি! বলতে পারবেন মুখোমুখি কথাও! তবে কিনতে হবে প্যাকেজ!

ডিসেম্বর মাসে তিনি আসছেন কলকাতা, মুম্বই ও দিল্লিতে। তবে এবার মেসি ভক্তদের জন্য রয়েছে মেসির সঙ্গে দেখা করে, সেলফি তোলার ব্যবস্থা।
দীর্ঘ ১৪ বছর পর ভারতে আসছেন লিওনেল মেসি। ডিসেম্বর মাসে তিনি আসছেন কলকাতা, মুম্বই ও দিল্লিতে। তবে এবার মেসি ভক্তদের জন্য রয়েছে মেসির সঙ্গে দেখা করে, সেলফি তোলার ব্যবস্থা। যার জন্য রয়েছে বিভিন্ন প্যাকেজ। ৯.৯৫ লাখ টাকা+ GST প্যাকেজের ক্ষেত্রে একজন ফ্যান মেসির সঙ্গে কথা বলতে, ছবি তুলতে পারবেন। ১২.৫০ লাখ টাকা+GST প্যাকেজে কোনও ব্যক্তি তাঁর এক সন্তানকে নিয়ে দেখা করতে পারবেন মেসির সঙ্গে। এছাড়াও রয়েছে ২৫ লাখ টাকা+GST ও ৯৫ লাখ টাকার প্যাকেজ। যদিও এই প্যাকেজগুলি কেবল মুম্বই ও দিল্লিতে পাওয়া যাবে।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবলার
- ফুটবল
- ফুটবল লেজেন্ড
- লিওনেল মেসি
