রাজ্য

এই মুহূর্তে কোন কড়া পদক্ষেপ নয়, পরীক্ষায় গণ গরহাজিরায় এমনটাই সিদ্ধান্ত নিল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ

এই মুহূর্তে কোন কড়া পদক্ষেপ নয়, পরীক্ষায় গণ গরহাজিরায় এমনটাই সিদ্ধান্ত নিল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ
Key Highlights

MBBS পড়ুয়াদের পরীক্ষার ক্ষেত্রে গণ গরহাজিরায় এখনই কড়া পদক্ষেপ করছে না কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। বাকি পরীক্ষার পরই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়ে দিলেন অধ্যক্ষ!

সোমবার থেকে কলকাতা মেডিক্যাল কলেজে শুরু হয়েছে MBBS’র থার্ড সিমেস্টারের পরীক্ষা। কিন্তু সেই পরীক্ষা গণহারে বয়কট করেছেন ডাক্তারি পড়ুয়ারা। সম্প্রতি করোনা থাবা বসায় কলকাতা মেডিক্যাল কলেজে। গত শুক্র ও শনিবার আক্রান্ত হন ১৪ জন পড়ুয়া। এই পরিস্থিতিতে সংক্রমিতদের জন্য আলাদা ঘরে পরীক্ষার ব্যবস্থা করে কর্তৃপক্ষ।

কলকাতা মেডিক্যাল কলেজে করোনার থাবা! এই পরিস্থিতিতে পরীক্ষায় ডাক্তারি পড়ুয়ারা কি হাজির থাকবেন? সংশ্লিষ্ট মহলের প্রশ্ন

ন্যাশনাল মেডিক্যাল কমিশনের নিয়ম অনুযায়ী, এই ধরনের পরীক্ষাগুলিকে ইন্টারন্যাল অ্যাসেসমেন্ট বলা হয়। প্রত্যেক বছর ন্যূনতম তিনটি করে সিমেস্টারের পরীক্ষা নিতে হয় মেডিক্যাল কলেজকে। সেই তিনটি পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের গড় নম্বর অনুযায়ী পাস করলে, তবেই রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বসার অনুমতি পান পড়ুয়ারা।

কিন্তু কী কারণে একেবারে গণহারে পরীক্ষা দিতে এলেন না পড়ুয়ারা? রাজ্যের চিকিত্‍সক মহলে এমনটাই প্রশ্ন ওঠে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার বৈঠকে বসেছিল কলেজ কাউন্সিল। সূত্রের খবর, সেখানে অনেকেই গরহাজির পড়ুয়াদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। কিন্তু জানা গিয়েছে সে পথে হাঁটেননি কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ।