Medha Patekar | মানহানি মামলায় গ্রেফতার, আদালতের নির্দেশে কয়েক ঘন্টার মধ্যে ছাড়াও পেলেন সমাজকর্মী মেধা পাটেকর!

Friday, April 25 2025, 11:48 am
highlightKey Highlights

পুরনো এক মানহানি মামলায় গ্রেফতার সমাজকর্মী মেধা পাটেকর। যদিও কয়েক ঘন্টার মধ্যে দিল্লির আদালতে নির্দেশে জেল থেকে মুক্তিও পান ‘নর্মদা বাঁচাও’ আন্দোলনের নেত্রী।


পুরনো এক মানহানি মামলায় গ্রেফতার সমাজকর্মী মেধা পাটেকর। যদিও কয়েক ঘন্টার মধ্যে দিল্লির আদালতে নির্দেশে জেল থেকে মুক্তিও পান ‘নর্মদা বাঁচাও’ আন্দোলনের নেত্রী। শুক্রবার দুপুরে দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনার দায়ের করা ২৪ বছরের পুরনো এক মানহানির মামলায় মেধাকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, ২০০০ সালে 'নর্মদা বাঁচাও' আন্দোলনের সময় ভিকে সাক্সেনা ওই আন্দোলনের বিরোধিতা করে বিজ্ঞাপন দেয়। এর পালটা অভিযোগ তুলে মেধা পাটেকর বলেন, সাক্সেনা বিদেশ থেকে আর্থিক লেনদেনে যুক্ত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File