Mecca-Madina । হজে পুণ্যার্থীর মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩০০! ৮৩ শতাংশই বেআইনি পুণ্যার্থী!

Monday, June 24 2024, 9:13 am
Mecca-Madina । হজে পুণ্যার্থীর মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩০০! ৮৩ শতাংশই বেআইনি পুণ্যার্থী!
highlightKey Highlights

মক্কা-মদিনা দর্শনে ১৩০০ জনেরও বেশি পুণ্যার্থীর মৃত্যু! পবিত্র হজ করতে গিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন অসংখ্য মানুষ।


মক্কা-মদিনা দর্শনে ১৩০০ জনেরও বেশি পুণ্যার্থীর মৃত্যু!  পবিত্র হজ করতে গিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন অসংখ্য মানুষ। সৌদি আরব প্রশাসনের তরফ জানানো হয়েছে, বেআইনিভাবে তীর্থস্থানে এসে ধর্মীয় আচার পালন করতে গিয়ে ৮৩ শতাংশ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। কারণ প্রবল রোদের মধ্যেই হেঁটে তীর্থস্থানে যেতে হয়েছিল তাঁদের। সঠিক নথিপত্র না থাকার কারণে হোটেলে ঠাঁই মেলেনি। এছাড়াও জানা গিয়েছে, আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন ৯৫ জন। বেশ কয়েকজনকে সৌদির রাজধানী রিয়াধে এনেও চিকিৎসা করানো হচ্ছে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File