Nations League | নেশন্স লিগে জার্মানিকে ২:০ গোলে হারিয়ে ফ্রান্সকে এগিয়ে নিয়ে গেলো এমবাপ্পে
Sunday, June 8 2025, 6:03 pm
Key Highlights৪৫ মিনিটে রিয়াল মাদ্রিদের তাঁর সতীর্থ তুচামেন্ডির পাস থেকে গোল করেন কিলিয়ান এমবাপে। তৃতীয় স্থানের ম্যাচে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় স্থানে শেষ করল ফ্রান্স।
নেশন্স লিগে থার্ড ও ফোর্থ বয়ের নাম ফ্রান্স ও জার্মানি। ঘরের মাঠে এদিন জার্মানিকে ২:০ গোলে হারিয়ে তৃতীয় স্থানে শেষ করল ফ্রান্স। এদিনকার ম্যাচে প্রথম গোলটা পায় ফ্রান্স। এদিন ৪৫ মিনিটে রিয়াল মাদ্রিদের তাঁর সতীর্থ তুচামেন্ডির পাস থেকে গোল করেন কিলিয়ান এমবাপে। আন্তর্জাতিক কেরিয়ারে এটি তাঁর ৫০তম গোল। আর দুটো গোল করলে তিনি থিয়েরি অঁরির রেকর্ড টপকে জানেন। ম্যাচের ৩৩ মিনিটে জার্মানি পেনাল্টি পেলেও পেনাল্টি বাতিল করেন রেফারি। ৮৪ মিনিটে জার্মানির দ্বিতীয় ও ম্যাচের শেষ গোল আসে।
-  Related topics - 
 - খেলাধুলা
 - ফুটবলার
 - ফুটবল
 - ফ্রান্স
 - রিয়্যাল মাদ্রিদ
 

 