মায়ানমারে সেনার গুলিতে ৯ জন নিহত হয়েছেন, জখম হয়েছেন বহুজন
Friday, March 12 2021, 5:04 am
Key Highlightsমায়াং প্রদেশে একটি প্রতিবাদ মিছিলে সেনার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয় হাসপাতাল সূত্রের খবর, ৯ জন নিহত হয়েছেন, জখম বহু। সেনা অভ্যুত্থান ঘটিয়ে ১ ফেব্রুয়ারি মায়ানমারের দখল নিয়েছিল সামরিক বাহিনী। তারই প্রতিবাদে দফায় দফায় বিভিন্ন শহরে রাস্তায় নেমেছেন গণতন্ত্রকামী আন্দোলনকারীরা। এখন কড়া হাতে সেই বিক্ষোভ দমন করতে চাইছে সেনা। বুধবার পর্যন্ত মায়ানমার জুড়ে ৬০ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছিল। ধৃতের সংখ্যা ছাড়িয়েছিল ২ হাজার। ফের ন’জন নিহত হওয়ায় মৃতের তালিকা দীর্ঘ হল।