GST | সর্বোচ্চ জিএসটি কমে হতে পারে ১৮ শতাংশ! সিগারেট, পানমশলা, অনলাইন গেমিংয়ে বসতে পারে ৪০ শতাংশ GST!
Tuesday, August 19 2025, 1:39 pm

দীপাবলির আগেই সাধারণ মানুষকে স্বস্তি দিতে জিএসটিতে সংস্করণের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দীপাবলির আগেই সাধারণ মানুষকে স্বস্তি দিতে জিএসটিতে সংস্করণের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষজ্ঞদের ধারণা, আগের সর্বোচ্চ ২৮ শতাংশ জিএসটি কমিয়ে সর্বোচ্চ ১৮ শতাংশ জিএসটি চালু করা হতে পারে। এছাড়াও জিএসটির ৫টি স্তর কমিয়ে ২টিতে নামিয়ে আনা হতে পারে, ৫ শতাংশ ও ১৮ শতাংশ। তবে ৪০ শতাংশ জিএসটি বসতে পারে অনলাইন গেমিং থেকে উপার্জন সহ সিগারেট, পানমশলার মতো ক্ষতিকারণ পণ্যে। এই বিভাগে কোন কোন পণ্য থাকবে তা অবশ্য ঠিক করবে রাজস্ব দফতর।