Sagar Dutta Hospital | মেদিনীপুরের পুনরাবৃত্তি, সাগর দত্ত মেডিক্যালে প্রসূতি মৃত্যু, অসুস্থ ১০ প্রসূতি!
Saturday, May 3 2025, 3:40 am

মঙ্গলবার রাতে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে এক প্রসূতির মৃত্যু ঘিরে ফের নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে স্বাস্থ্য দপ্তরে।
মেদিনীপুর মেডিক্যালের ছায়া সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে। মঙ্গলবার রাতে সাগর দত্ত মেডিক্যালে এক প্রসূতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, হাসপাতালে রবি এবং সোমবার প্রসূতিদের সিজারের পর অ্যামিকাসিন নামের একটি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়া হয়। তারপরই সোম এবং মঙ্গলবার মিলে মোট ১১ জন প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার বিকেলে নিমতার বাসিন্দা পম্পা সরকার (৩৫) নামে এক প্রসূতি মারা যায়। সন্দেহ পড়ে ওই ইঞ্জেকশনের ওপর। তড়িঘড়ি অ্যামিকাসিনের পুরো ব্যাচ বাতিল করে হাসপাতাল কতৃপক্ষ।