বাংলাদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, পুড়ে ছাই পঞ্চাশটি ঘর
Monday, January 11 2021, 1:18 pm
Key Highlightsভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল বাংলাদেশ। সোমবার গাজীপুর জেলায় পুড়ে ছাই হয়ে যায় অন্তত ৫০টি ঘর। এই ঘটনায় এক দম্পতি-সহ মৃত্যু হয়েছে চারজনের। রান্নার গ্যাস সিলিন্ডার ফেটেই এই দুর্ঘটনা বলে জানিয়েছে দমকল বিভাগ। জানা গিয়েছে, এদিন সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুরের একটি বাড়িতে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন চারজন। নিহত ব্যক্তিরা হলেন মুন্নি বেগম (৩০) ও তাঁর স্বামী মিলন মিয়াঁ (৪০)। তাঁরা মহম্মদ আলি নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। ঘটনায় নিহত আরও দু’জন হলেন তাঁদের প্রতিবেশী ফরহাদ হোসেন (৩৮) ও আবদুল আউয়াল (৪০)।