Jaipur | জয়পুরের সোয়াই মান সিং হাসপাতালে ভয়াবহ আগুন! মৃত্যু ICU-তে থাকা ৬ রোগীর!

Monday, October 6 2025, 2:31 am
highlightKey Highlights

জস্থানের জয়পুরের সোয়াই মান সিং হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মৃত্যু ICUতে ভর্তি থাকা ৬ জন রোগীর।


রাজস্থানের জয়পুরের সোয়াই মান সিং হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মৃত্যু ICUতে ভর্তি থাকা ৬ জন রোগীর! গুরুতর জখম ৫ জন। জানা গিয়েছে, সোমবার ভোররাতে শর্ট সার্কিট থেকে আগুন লাগে ICU র ভেতরে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দমকল বাহিনী হাজির হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু দ্রুত বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায় পুরো ওয়ার্ড। এদিকে নার্স, ওয়ার্ড বয় এবং ট্রমা সেন্টারের কর্মীরা মিলে রোগীদের বাইরে বের করে আনেন। কিন্তু বাঁচানো যায়নি ৬ জন রোগীকে। সূত্রের খবর, মৃতদের মধ্যে ৪জন পুরুষ ও ২জন মহিলা ছিলেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File