Sikkim | সিকিমে প্রবল বৃষ্টির জেরে অবরুদ্ধ একাধিক সড়ক! নেমেছে ভূমিধসও!

Thursday, June 13 2024, 6:16 am
Sikkim | সিকিমে প্রবল বৃষ্টির জেরে অবরুদ্ধ একাধিক সড়ক! নেমেছে ভূমিধসও!
highlightKey Highlights

বর্ষা শুরু হতেই সিকিমে প্রবল বৃষ্টির জেরে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তার জল।


ফের প্রাকৃতিক বিপর্যয় সিকিমে। বর্ষা শুরু হতেই সিকিমে প্রবল বৃষ্টির জেরে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তার জল। ধস নেমেছে ১০ নম্বর জাতীয় সড়ক, সিংতামের শান্তিনগর এবং গ্যাংটকে। জানা গিয়েছে, ইয়াঙ্গনের মাজুয়া গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপাকে পড়েছেন সেখানে বেড়াতে যাওয়া পর্যটকরা। বৃষ্টির কারণে গ্যাংটকের শিব মন্দির এলাকার কাছে পানিহাউসেও ভূমিধস হয়েছে। মাঙ্গান থেকে চুংথাং হয়ে টুং নাগা যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যে নিখোঁজ প্রায় ৫জন। উদ্ধার হয়েছে ১ জনের দেহ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File