Sikkim | সিকিমে প্রবল বৃষ্টির জেরে অবরুদ্ধ একাধিক সড়ক! নেমেছে ভূমিধসও!
বর্ষা শুরু হতেই সিকিমে প্রবল বৃষ্টির জেরে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তার জল।
ফের প্রাকৃতিক বিপর্যয় সিকিমে। বর্ষা শুরু হতেই সিকিমে প্রবল বৃষ্টির জেরে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তার জল। ধস নেমেছে ১০ নম্বর জাতীয় সড়ক, সিংতামের শান্তিনগর এবং গ্যাংটকে। জানা গিয়েছে, ইয়াঙ্গনের মাজুয়া গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপাকে পড়েছেন সেখানে বেড়াতে যাওয়া পর্যটকরা। বৃষ্টির কারণে গ্যাংটকের শিব মন্দির এলাকার কাছে পানিহাউসেও ভূমিধস হয়েছে। মাঙ্গান থেকে চুংথাং হয়ে টুং নাগা যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যে নিখোঁজ প্রায় ৫জন। উদ্ধার হয়েছে ১ জনের দেহ।
- Related topics -
- সিকিম
- প্রাকৃতিক দুর্যোগ
- বর্ষাকাল
- ভূমিধস
- বন্যা