Pakistani Beggers | ভিক্ষা করেই বছরে আয় প্রায় ৪২ বিলিয়ন! বিদেশে গিয়ে ভিক্ষা করায় ২ হাজার জনের পাসপোর্ট বাতিল করলো পাকিস্তান সরকার!
Friday, July 12 2024, 2:29 pm
Key Highlightsসৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশে গিয়ে ভিক্ষা করছেন বহু পাকিস্তানি নাগরিক।
সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশে গিয়ে ভিক্ষা করছেন বহু পাকিস্তানি নাগরিক। এমনকি এই ভিক্ষাবৃত্তির প্রবণতা পাক সরকারের জন্য বড় সমস্যা তৈরি করছে। ইতিমধ্যেই বিদেশে গিয়ে ভিক্ষাবৃত্তি করছেন এমন প্রায় দু হাজার মানুষের পাসপোর্ট বাতিল করা হয়েছে। একটি রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের প্রায় ৩৮ মিলিয়ন পেশাদার ভিক্ষুক আছে। যাদের জাতীয় গড় আয় প্রতিদিন ৮৫০ পাকিস্তানি রুপি। এই ভিক্ষুকরা প্রতিদিন ৩২ বিলিয়ন অনুদান পান যা বছরে প্রায় ১১৭ ট্রিলিয়ন রুপি, ডলারে ৪২ বিলিয়নের সমান।

