Asias’s Top University | এশিয়ার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ একাধিক প্রতিষ্ঠান
Thursday, November 14 2024, 1:03 pm
Key Highlightsপ্রকাশ হয়েছে এশিয়ার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা। আর সেই লিস্টে জায়গা করে নিয়েছে বাংলার বিশ্ববিদ্যালয়!
প্রকাশ হয়েছে এশিয়ার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা। আর সেই লিস্টে জায়গা করে নিয়েছে বাংলার বিশ্ববিদ্যালয়! বিশ্বব্যাপী 'কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং' অনুযায়ী, এশিয়ার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ৬০ নম্বরে আছে IIT খড়্গপুর, সার্বিক স্কোর ৬৮.৮। কলকাতা বিশ্ববিদ্যালয় আছে ১৭৯ নম্বরে, সার্বিক স্কোর ৪২.৪। ২১১ নম্বরে আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সার্বিক স্কোর ৩৭.১। এছাড়াও ৪৪ নম্বরে রয়েছে IIT দিল্লি। তালিকার ৪০০ থেকে ৯০০ নম্বরের মধ্যে রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, মৌলানা আবুল কালাম বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মতো আরও।

