খেলাধুলা

Khel Ratna Award | খেলরত্ন সম্মান পেলেন মনু ভাকের-গুকেশ-নবদীপ! রাষ্ট্রপতির হাত থেকে বিশেষ সম্মান পেলেন বাংলার সাঁতারু সায়নী

Khel Ratna Award | খেলরত্ন সম্মান পেলেন মনু ভাকের-গুকেশ-নবদীপ! রাষ্ট্রপতির হাত থেকে বিশেষ সম্মান পেলেন বাংলার সাঁতারু সায়নী
Key Highlights

শুটিং থেকে শুরু দাবা, হকি, পিস্তল সহ খেলাধুলোর বিভিন্ন ক্ষেত্রে ভারতের নাম উজ্জ্বল করেছেন একাধিক খেলোয়াড়। তাদেরই খেলরত্ন (Khel Ratna award) সম্মান দিয়ে সম্মানিত করলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ, শুক্রবার রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে উজ্জ্বল পারফরম্যান্স করা ক্রীড়াবিদদের হাতে পুরস্কার প্রদান করা হয়। ভারতীয় ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ সম্নান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেলেন মনু ভাকের, ডি গুকেশসহ চারজন ক্রীড়াবিদ। দেখুন কে কে পেলেন এই সম্মান-

শুটিং থেকে শুরু দাবা, হকি, পিস্তল সহ খেলাধুলোর বিভিন্ন ক্ষেত্রে ভারতের নাম উজ্জ্বল করেছেন একাধিক খেলোয়াড়। তাদেরই খেলরত্ন (Khel Ratna award) সম্মান দিয়ে সম্মানিত করলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ, শুক্রবার রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে উজ্জ্বল পারফরম্যান্স করা ক্রীড়াবিদদের হাতে পুরস্কার প্রদান করা হয়। ভারতীয় ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ সম্নান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেলেন মনু ভাকের, ডি গুকেশসহ চারজন ক্রীড়াবিদ। দেখুন কে কে পেলেন এই সম্মান-

মনু ভাকের (Manu Bhaker) :

স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম অ্যাথলিট হিসাবে একই অলিম্পিকে জোড়া পদক জয় করে নজির গড়েছেন মনু ভাকের। ২০২৪ সালের অগাস্ট মাসে আয়োজিত প্যারিস অলিম্পিক্সে মনু ১০ মিটার এয়ার পিস্তল ব্যক্তিগত এবং ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছেন। বলা বাহুল্য, প্রথমে ২২ বছর বয়সী মনুর নাম খেলরত্নের জন্য না রাখা হলেও পরে পরিস্থিতি বদলায়।

ডি গুকেশ (D Gukesh) :

সম্প্রতি ইতিহাস গড়েছেন ভারতীয় দাবাড়ু ডি গুকেশ। ১৮ বছর বয়সি ডোম্মারাজু গুকেশ গত মাসেই চিনের ডিং লিরেনকে হারিয়ে এবং সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জয় করেন। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় দাবাড়ু হিসেবে গুকেশ এই কৃতিত্ব অর্জন করেছেন। এর আগে দাবা অলিম্পিয়াডে পুরুষ দলের হয়েও সোনা জিতেছিলেন গুকেশ। খেলরত্ন পেলেন তিনিও।

হরমনপ্রীত সিং (Harmanpreet Singh) :

অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং-ও পেলেন খেলরত্ন সম্মান। দেশের হয়ে ২০০টির বেশি গোল রয়েছে। পরে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জেতেন। 

নবদীপ সিং (Navdeep Singh) :

প‌্যারালিম্পিকে পুরুষদের জ‌্যাভলিনে এফ-৪১ ক‌্যাটাগরিতে প্রথমে ৪৭.৩২ মিটার জ্যাভলিনে ছুড়ে রুপো পেয়েছিলেন ভারতের নবদীপ সিং। অর্জুন পুরস্কার পেলেন সেই জ্যাভলিন থ্রোয়ার।

সিমরান শর্মা (Simran Sharma) : 

অর্জুন পুরস্কার পেয়েছেন সিমরান শর্মা। প্যারালিম্পিকে মহিলাদের ২০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ পেয়েছিলেন তিনি।

স্বপ্নিল কুশাল (Swapnil Kushal) : 

অর্জুন পুরস্কার পেলেন প্রথম ভারতীয় হিসেবে পঞ্চাশ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ জয় করা স্বপ্নিল কুশালও। 

এছাড়াও অর্জুন পুরস্কার পেলেন সরবজ্যোত সিং। অলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন মনু ভাকের-সরবজ্যোত সিং জুটি। ভারত সরকারের ‘তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড ২০২৩’ পেলেন বাংলার সাঁতারু সায়নী। ইংলিশ চ্যানেল সহ একাধিক চ্যানেল জয় করেছেন তিনি। দ্রোণাচার্য সম্মানে ভূষিত হলেন ভারতের প্রাক্তন কোচ আর্মান্দো কোলাসো। গোয়ার ক্লাব ডেম্পো, চার্চিল ব্রাদার্স ছাড়াও ইস্টবেঙ্গলের দায়িত্বেও ছিলেন তিনি।


Trump Tariff | ভারতের সঙ্গে হবে আমেরিকার নতুন চুক্তি, শুল্ক কমানো নিয়েও মুখ খুললেন ট্রাম্প!
Delhi Blast | দিল্লিতে বিস্ফোরণে মৃত্যু প্রায় ১০ জনের! হাই অ্যালার্ট জারি কলকাতা-মুম্বই-সহ সমস্ত বড় শহরে!
ED | মানব পাচার কাণ্ডে পানশালা-রেস্তরাঁয় তল্লাশি ইডির, মিললো বান্ডিল বান্ডিল টাকা!
Ajit Pawar | ১৮০০ কোটির জমি বিক্রি ৫০০ টাকায়! মহারাষ্ট্রে অভিযোগের তীর উপমুখ্যমন্ত্রীর ছেলের দিকে
Weather Update | শীত ঢুকেছে মহানগরে, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
Breaking News | লালকেল্লার বিস্ফোরণের তদন্তে জাতীয় তদন্তকারী সংস্থা, মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন শাহ
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo