খেলাধুলা

Khel Ratna Award | খেলরত্ন সম্মান পেলেন মনু ভাকের-গুকেশ-নবদীপ! রাষ্ট্রপতির হাত থেকে বিশেষ সম্মান পেলেন বাংলার সাঁতারু সায়নী

Khel Ratna Award | খেলরত্ন সম্মান পেলেন মনু ভাকের-গুকেশ-নবদীপ! রাষ্ট্রপতির হাত থেকে বিশেষ সম্মান পেলেন বাংলার সাঁতারু সায়নী
Key Highlights

শুটিং থেকে শুরু দাবা, হকি, পিস্তল সহ খেলাধুলোর বিভিন্ন ক্ষেত্রে ভারতের নাম উজ্জ্বল করেছেন একাধিক খেলোয়াড়। তাদেরই খেলরত্ন (Khel Ratna award) সম্মান দিয়ে সম্মানিত করলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ, শুক্রবার রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে উজ্জ্বল পারফরম্যান্স করা ক্রীড়াবিদদের হাতে পুরস্কার প্রদান করা হয়। ভারতীয় ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ সম্নান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেলেন মনু ভাকের, ডি গুকেশসহ চারজন ক্রীড়াবিদ। দেখুন কে কে পেলেন এই সম্মান-

শুটিং থেকে শুরু দাবা, হকি, পিস্তল সহ খেলাধুলোর বিভিন্ন ক্ষেত্রে ভারতের নাম উজ্জ্বল করেছেন একাধিক খেলোয়াড়। তাদেরই খেলরত্ন (Khel Ratna award) সম্মান দিয়ে সম্মানিত করলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ, শুক্রবার রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে উজ্জ্বল পারফরম্যান্স করা ক্রীড়াবিদদের হাতে পুরস্কার প্রদান করা হয়। ভারতীয় ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ সম্নান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেলেন মনু ভাকের, ডি গুকেশসহ চারজন ক্রীড়াবিদ। দেখুন কে কে পেলেন এই সম্মান-

মনু ভাকের (Manu Bhaker) :

স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম অ্যাথলিট হিসাবে একই অলিম্পিকে জোড়া পদক জয় করে নজির গড়েছেন মনু ভাকের। ২০২৪ সালের অগাস্ট মাসে আয়োজিত প্যারিস অলিম্পিক্সে মনু ১০ মিটার এয়ার পিস্তল ব্যক্তিগত এবং ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছেন। বলা বাহুল্য, প্রথমে ২২ বছর বয়সী মনুর নাম খেলরত্নের জন্য না রাখা হলেও পরে পরিস্থিতি বদলায়।

ডি গুকেশ (D Gukesh) :

সম্প্রতি ইতিহাস গড়েছেন ভারতীয় দাবাড়ু ডি গুকেশ। ১৮ বছর বয়সি ডোম্মারাজু গুকেশ গত মাসেই চিনের ডিং লিরেনকে হারিয়ে এবং সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জয় করেন। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় দাবাড়ু হিসেবে গুকেশ এই কৃতিত্ব অর্জন করেছেন। এর আগে দাবা অলিম্পিয়াডে পুরুষ দলের হয়েও সোনা জিতেছিলেন গুকেশ। খেলরত্ন পেলেন তিনিও।

হরমনপ্রীত সিং (Harmanpreet Singh) :

অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং-ও পেলেন খেলরত্ন সম্মান। দেশের হয়ে ২০০টির বেশি গোল রয়েছে। পরে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জেতেন। 

নবদীপ সিং (Navdeep Singh) :

প‌্যারালিম্পিকে পুরুষদের জ‌্যাভলিনে এফ-৪১ ক‌্যাটাগরিতে প্রথমে ৪৭.৩২ মিটার জ্যাভলিনে ছুড়ে রুপো পেয়েছিলেন ভারতের নবদীপ সিং। অর্জুন পুরস্কার পেলেন সেই জ্যাভলিন থ্রোয়ার।

সিমরান শর্মা (Simran Sharma) : 

অর্জুন পুরস্কার পেয়েছেন সিমরান শর্মা। প্যারালিম্পিকে মহিলাদের ২০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ পেয়েছিলেন তিনি।

স্বপ্নিল কুশাল (Swapnil Kushal) : 

অর্জুন পুরস্কার পেলেন প্রথম ভারতীয় হিসেবে পঞ্চাশ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ জয় করা স্বপ্নিল কুশালও। 

এছাড়াও অর্জুন পুরস্কার পেলেন সরবজ্যোত সিং। অলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন মনু ভাকের-সরবজ্যোত সিং জুটি। ভারত সরকারের ‘তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড ২০২৩’ পেলেন বাংলার সাঁতারু সায়নী। ইংলিশ চ্যানেল সহ একাধিক চ্যানেল জয় করেছেন তিনি। দ্রোণাচার্য সম্মানে ভূষিত হলেন ভারতের প্রাক্তন কোচ আর্মান্দো কোলাসো। গোয়ার ক্লাব ডেম্পো, চার্চিল ব্রাদার্স ছাড়াও ইস্টবেঙ্গলের দায়িত্বেও ছিলেন তিনি।


Aman Jaiswal | বাইক দুর্ঘটনা কাড়লো তাজা প্রাণ, বছর ২২শেই মৃত্যু হলো জনপ্রিয় অভিনেতা অমন জয়সওয়ালের
Saif Ali Khan Attack | প্রকাশ্যে সইফ আলী খানের হামলাকারীর ছবি! পরিচারিকাকে বাঁচাতে গিয়েই আহত হন অভিনেতা?
Laurene Jobs in Mahakumbh | মহাকুম্ভ মেলায় পুণ্যস্নান সারবেন স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল! তাঁর আগে পেলেন হিন্দু নামও
Mahakumbh | মহাকুম্ভ মেলা থেকে ২-৪ লক্ষ কোটি টাকার ব্যবসা! যোগী রাজ্যে আয় হতে পারে ২৫ কোটি টাকা! মহাকুম্ভ মেলা বাড়াবে দেশের GDP
IIT Student Death । আইআইটির হোস্টেলরুমে ঝুলছে ছাত্রের মৃতদেহ , দরজা খুলে হতবাক বাবা মা
R G KAR Hearing live । আজ শুরু হতে চলেছে আরজিকরে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলার রায়দান!
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali