Manoj Tiwari | অবসর প্রত্যাহার মনোজের! পাঁচ দিন পর সিদ্ধান্ত বদল করে ক্রিকেটে ফিরছেন মন্ত্রী তিওয়ারি!

Tuesday, August 8 2023, 1:12 pm
highlightKey Highlights

৩রা অগাস্ট ক্রিকেট খেলা থেকে অবসরের ঘোষণা করেছিলেন মনোজ তিওয়ারি। তবে সেই সিদ্ধান্তের পাঁচ দিন পরেই অবসর ভাঙতে চলেছেন ক্রিকেটার-মন্ত্রী। সিএবি-র সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত বদল।


অবসর ঘোষণার পাঁচ দিন পরেই সিদ্ধান্ত বদল করতে চলেছেন বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwari)। গত ৩রা অগাস্ট হঠাৎই নিজের অবসরের কথা ঘোষণা করে গোটা ক্রিকেট মহল, দর্শক থেকে শুরু করে সিএবিকেও (CAB) চমকে দিয়েছিলেন মনোজ। তবে সূত্রের খবর, অবসর ভেঙে ফিরতে চলেছেন তিনি। জানা গিয়েছে, বাংলা ক্রিকেটের স্বার্থেই খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন মনোজ।

অবসর ঘোষণার পাঁচ দিন পরেই সিদ্ধান্ত বদল করতে চলেছেন মনোজ তিওয়ারি
অবসর ঘোষণার পাঁচ দিন পরেই সিদ্ধান্ত বদল করতে চলেছেন মনোজ তিওয়ারি

পাঁচদিন আগেই অর্থাৎ ৩রা অগাস্ট, বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মনোজ। ৩৭ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানানোর কথা ঘোষণা করে দিয়েছিলেন বাংলার বহু যুদ্ধের নায়ক। কিন্তু মনোজের অবসরের সিদ্ধান্তের কথা জানত না সিএবি। এমনকি তাঁর দলের কেউ জানতেন না যে, মনোজের অবসর নিতে চলেছেন। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে মনোজ লেখেন, ক্রিকেট তাকে সব কিছু দিয়েছে। যা তিনি স্বপ্নেও ভাবতে পারেন নি। জীবনে বার বার অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন। কিন্তু তিনি ক্রিকেট খেলা থেকে বিদায় নিচ্ছেন। ক্রিকেট খেলার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবেন বলেও লেখেন মনোজ।

Trending Updates
অবসর ভাঙতে চলেছেন ক্রিকেটার-মন্ত্রী
অবসর ভাঙতে চলেছেন ক্রিকেটার-মন্ত্রী

ক্রিকেট খেলাকে বিদায় জানালাম। এই খেলা আমাকে সব কিছু দিয়েছে। প্রত্যেকটা ছোটখাটো জিনিস যা আমি কখনও স্বপ্নেও ভাবিনি। জীবনে বার বার অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি। ক্রিকেট খেলার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। ঈশ্বরের প্রতিও, যিনি বরাবর আমার পাশে থেকেছেন।

মনোজ তিওয়ারি

ফেব্রুয়ারি ৩, ২০০৮ সালে ভারতের জার্সিতে ওয়ান ডে  (ODI ) তে অভিষেক হয় মনোজের। ভারতের হয়ে ১২টি ওয়ান ডে ম্যাচে ২৮৭ রান তোলেন তিনি। একটি সেঞ্চুরি, একটি হাফসেঞ্চুরি সঙ্গে দেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি (T20) ম্যাচও খেলেছেন। ওয়ান ডে-তে রয়েছে বল হাতে ৫ উইকেটও। প্রথম শ্রেণির ম্যাচে ৯৯০৮ রান, ২৯টি সেঞ্চুরি। সর্বোচ্চ অপরাজিত ৩০৩ রানের ইনিংস। দেবাঙ্গ গান্ধীর (Devang Gandhi) পর প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা একমাত্র বাঙালি মনোজ। আইপিএলে (IPL) খেলেছেন কলকাতা নাইট রাইডার্স-সহ (Kolkata Knight Riders) একাধিক দলে। সাধ ছিল, বাংলার হয়ে রঞ্জি ট্রফি (Ranji Trophy) জয়ের। তবে বারবার ফাইনালে উঠে পরাজয় হজম করেছেন। গতবার তাঁর নেতৃত্বেই রঞ্জি ফাইনালে উঠেছিল বাংলা। কিন্তু ইডেনে সৌরাষ্ট্রের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়। যদিও হয়েছেন বারবার বঞ্চনার শিকার। পারফর্ম করেও সুযোগ পাননি। ব্রাত্য করে রাখা হয়েছে জাতীয় দলের নির্বাচনের টেবিলে। পাশাপাশি ভুগেছেন চোট আঘাতে। তবে ঘুরেও দাঁড়িয়েছেন তিনি। 

গতবার মনোজের নেতৃত্বেই রঞ্জি ফাইনালে উঠেছিল বাংলা
গতবার মনোজের নেতৃত্বেই রঞ্জি ফাইনালে উঠেছিল বাংলা

রঞ্জি ফাইনালে হারের ধাক্কার পর মনোজ বলেছিলেন, ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবেননি শুভাকাঙ্খীরা মনে করেছিলেন, আরও ২-৩ মরসুম হয়তো খেলবেন তিনি। ৩৭ বছর বয়সেও চূড়ান্ত ফিট। খেলার পাশাপাশি সক্রিয়ভাবে নেমেছেন রাজনীতিতেও। হয়েছেন বিধায়ক, রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীও। তবুও রাজনৈতিক ব্যস্ততার মধ্যে ক্রিকেটকে ভোলেননি। ফলে এই পরিস্থিতিতে মনোজের অবসরের খবর অনেকের কাছেই অপ্রত্যাশিত। বৃহস্পতিবার মনোজের অবসর ঘোষণার পরই তাঁকে বোঝানোর চেষ্টা চালাচ্ছিলেন সিএবি কর্তারা। এই নিয়ে সিএবি প্রধান স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Subhashis Gangopadhyay) মনোজের সঙ্গে কথা বলবেন বলেও জানান। এরপরই মনোজ তাঁর ঘনিষ্ঠ মহলকে জানিয়েছেন যে তিনি এই বিষয়ে আলোচনা করতে পারেন।

বৃহস্পতিবার মনোজের অবসর ঘোষণার পরই তাঁকে বোঝানোর চেষ্টা চালাচ্ছিলেন সিএবি কর্তারা
বৃহস্পতিবার মনোজের অবসর ঘোষণার পরই তাঁকে বোঝানোর চেষ্টা চালাচ্ছিলেন সিএবি কর্তারা

তবে অবসর প্রত্যাহারের সম্পর্কে সরাসরিভাবে মনোজ তিওয়ারি কিছু ঘোষণা না করলেও জানা গিয়েছে আজ অর্থাৎ ৮ই অগাস্ট, মঙ্গলবার এক সাংবাদিক বৈঠক আয়োজন হবে সিএবিতে। সেখানে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত থাকার কথা মনোজেরও। অনুমান, সেখানেই হয়ত নিজের অবস্থানের কথা জানাতে পারেন এই ডানহাতি ব্যাটার। উল্লেখ্য, রঞ্জি ট্রফি পরের বছরের গোড়ায়। তাই মনোজকে ছাড়া বাংলা দল মাঠে নামুক, এমনটা কোনওভাবেই চায় না সিএবি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File