Manipur Violence | আবারও উত্তপ্ত উত্তর পূর্বের রাজ্য মণিপুর, শান্তির দাবিতে পথে নেমে বিক্ষোভ সাধারণ মানুষের,প্রতিবাদে পথে ছাত্ররাও
Tuesday, September 10 2024, 8:08 am
Key Highlightsরবিবার রাজধানী ইম্ফলে সাধারণ মানুষের বিক্ষোভ ঘিরে ছড়াল উত্তেজনা।
ফের উত্তপ্ত মণিপুর। রবিবার রাজধানী ইম্ফলে সাধারণ মানুষের বিক্ষোভ ঘিরে ছড়াল উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। এদিকে প্রতিবাদে পথে নামে ছাত্ররাও। উল্লেখ্য, গোষ্ঠী সংঘর্ষে গত কয়েক সপ্তাহ ধরেই উত্তপ্ত মণিপুর। এই পরিস্থিতিতে শান্তির দাবিতে বিভিন্ন স্থানে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষ। এদিকে, গত শুক্রবার জিরিবাম জেলায় গুলির লড়াইয়ে নিহত পাঁচ জনের পরিচয় জানতে পেরেছে পুলিশ। জানা গিয়েছে এর মধ্যে তিন জন কুকি জঙ্গি।
- Related topics -
- মনিপুর
- মনিপুর জনজাতি সংঘর্ষ
- বিক্ষোভ

