ICC WODI Ranking । মেয়েদের ওয়ান ডে ব্যাটারদের তালিকার চতুর্থস্থানে মন্ধনা, ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ের সেরা দশে হরমনপ্রীত
Tuesday, November 5 2024, 11:49 am
Key Highlightsআইসিসির সদ্য প্রকাশিত মহিলাদের ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ের তালিকায় প্রথম দশে ঢুকে পড়লেন হরমনপ্রীত কৌর। ওয়ান ডে ব্যাটারদের তালিকায় চার নম্বরে রয়েছেন।
আইসিসির সদ্য প্রকাশিত মহিলাদের ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ের তালিকায় প্রথম দশে ঢুকে পড়লেন হরমনপ্রীত কৌর। হরমনপ্রীত অবস্থান করছেন যুগ্মভাবে নয় নম্বরে। অন্যদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে সেঞ্চুরি করেন মন্ধনা। ফলে মন্ধনা আপাতত ওয়ান ডে ব্যাটারদের তালিকায় চার নম্বরে রয়েছেন। এদিকে মেয়েদের ওয়ান ডে ব্যাটারদের তালিকায় এক ধাপ উন্নতি করে যুগ্মভাবে ১৯ নম্বরে রয়েছেন দীপ্তি শর্মা। ওয়ান ডে বোলারদের তালিকায় দীপ্তি রয়েছেন দ্বিতীয় স্থানে। তিনি অল রাউন্ডারদের তালিকায় রয়েছেন চার নম্বরে।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ভারতীয় ক্রিকেটদল
- মহিলা ক্রিকেটার
- ক্রিকেটার
- ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল
- হরমনপ্রীত কউর
- স্মৃতি মান্ধানা

