Man City vs Club Brugge | UCL এর নক আউটে ম্যাঞ্চেস্টার সিটি! ক্লাব ব্রুজকে হারালো ৩-১ গোলে

Thursday, January 30 2025, 6:19 am
Man City vs Club Brugge | UCL এর নক আউটে ম্যাঞ্চেস্টার সিটি! ক্লাব ব্রুজকে হারালো ৩-১ গোলে
highlightKey Highlights

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় ম্যাঞ্চেস্টার সিটির।


উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় ম্যাঞ্চেস্টার সিটির। ক্লাব ব্রুজকে ৩:১ গোলে হারিয়ে নক আউটে পৌঁছে গেল তারা। ম্যাচের প্রথমার্ধে যথেষ্ট লড়াই করেছিল ব্রুজ ক্লাব। জুটগ্লার নেওয়া শট প্রথমে প্রতিহত করেন সিটির গোলকিপার এদেরসন। ফিরতি বলে জোরালো শটে গোল করেন ওনিয়েদিকা। ৫৩ মিনিটে সমতা ফেরায় সিটি। মাঝমাঠ থেকে বল পেয়ে বিনা বাধায় দৌড়ে একক দক্ষতায় গোল করেন কোভাকিচ। স্যাভিনহোর থেকে বল পেয়ে গোল লক্ষ্য করে শট নেন গার্দিওল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File