Molestation | বউয়ের সামনেই অন্য পুরুষযাত্রীকে জোর করে চুমু, ট্রেনে যৌন হেনস্থার কবলে যুবক

Thursday, March 6 2025, 3:55 am
highlightKey Highlights

ট্রেনেই যৌন হেনস্থা! মহিলা নয়, পুরুষ যাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল আরেক পুরুষ যাত্রীর বিরুদ্ধেই।


দূরপাল্লার ট্রেনে যৌন হেনস্থার কবলে এক পুরুষযাত্রী। অভিযোগ, জোর করে চুমু খাওয়া হয়েছে তাকে, হাত দেওয়া হয়েছে গোপনাঙ্গে। আর তা করেছেন আরেক পুরুষযাত্রীই। পুণে হাতিয়া এক্সপ্রেসে এই ঘটনাটি ঘটেছে। বিষয়টি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে করা অভিযোগকারীর ভিডিও পোস্ট থেকে। অভিযুক্ত লোকটিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে অভিযুক্ত বলে “ভাল লেগেছে, তাই কিস করেছি''! অভিযোগকারী আরো বলেন, যেহেতু তিনি পুরুষ, তাই কেউ প্রতিবাদ করছে না। মহিলা হলে সবাই প্রতিবাদ করত, পুলিশ ডাকতো।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File