Mamata Kulkarni । মাদক মামলা থেকে বেকসুর খালাস, এক যুগ পর স্বদেশে ফিরলেন মমতা কুলকার্নি
Thursday, December 5 2024, 3:30 am
Key Highlightsড্রাগ কেসে জড়িয়েছিল নাম, অবশেষে ২৫ বছর পর মমতা কুলকার্নি ফিরে এসেছেন মুম্বই।
কেরিয়ারের শীর্ষে নাম জড়িয়েছিল মাদক পাচারের মামলায়। ২০১৬ সালে বোম্বে হাইকোর্ট ক্লিন চিট দিলেও সিনেমা জগতে আর ফেরা হয়নি মমতা কুলকার্নির। প্রায় ২৫ বছর পর দেশের মাটিতে পা দিলেন তিনি। করণ অর্জুন, বাজি, চায়না গেট সহ একাধিক কালজয়ী সিনেমায় অভিনয় করা মমতা হঠাৎই সিনেমা জগত ছেড়ে চলে যান। দীর্ঘদিন ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলেন তিনি। গত ২২ নভেম্বর ‘করণ অর্জুন’ মুক্তি পেয়েছে সিনেমা হলে। সে উপলক্ষ্যেই কি ফিরলেন তিনি ?
- Related topics -
- বিনোদন
- অভিনেত্রী
- ভারতীয় অভিনেত্রী
- বলিউড
- মাদক মামলা
- মাদক পাচার
- মাদক কাণ্ড

