Mamata Banerjee | দেহ থেকে চোখ চুরির অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতার কনভয় আটকে বিক্ষোভ পরিবারের!
Tuesday, November 25 2025, 2:15 pm
Key Highlightsমঙ্গলবার বনগাঁয় সভা করে ফেরার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় আটকে যশোহর রোডে বিক্ষোভ এক যুবকের পরিবারের।
মঙ্গলবার বনগাঁয় সভা করে ফেরার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় আটকে যশোহর রোডে বিক্ষোভ এক যুবকের পরিবারের। তাদের অভিযোগ, সোমবার ভোরে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় বারাসতের বাসিন্দা প্রীতম ঘোষের। তার ময়নাতদন্ত হয় বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কিন্তু পরিবারের অভিযোগ, দেহ হস্তান্তরের সময় ওই যুবকের চোখ ছিল না। এরপরই বারাসত বনমালিপুর হাসপাতালের গেটের সামনে জাতীয় সড়কের উপরে প্রতিবাদ জানান যুবকের পরিবার। ইতিমধ্যে অভিযোগ শুনে তদন্তের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- মমতা ব্যানার্জী
- বারাসাত

