Mamata Banerjee | এই সপ্তাহেই মহাকাল মন্দিরের শিলান্যাস, শিলিগুড়িতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, জেনে নিন দিনক্ষণ
Sunday, January 11 2026, 5:37 pm

Key Highlightsশিলিগুড়িতে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন।
চলতি সপ্তাহেই ২ দিনের জন্য উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ১৬ জানুয়ারি শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন তিনি। উল্লেখ্য, গত অক্টোবরে তিনি বলেছিলেন, “শিলিগুড়ির ডিএমকে একটা জমি দেখতে বলেছি। সেখানে কনভেনশন সেন্টার হবে। তারপাশেই তৈরি করা হবে মহাকাল মন্দির। এখানে সবচেয়ে বড় শিব রাখা হবে।..সরকার বিনামূল্যেই জমি দেবে।” উল্লেখ্য, তিনি আগেই বলেছিলেন, “জমি আমি দেখে নিয়েছি। রেডি করে দিয়েছি। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে শিলান্যাস করব।”


