‘দিদিকে বলো’-র ৫০০ দিন, রাজ্যের মানুষের সমস্যা সমাধান করতে এই কর্মসূচির সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী
Thursday, December 21 2023, 2:33 pm
Key Highlights
২০১৯ লোকসভা ভোটের পর চালু হওয়া এই কর্মসূচির প্রায় দেড় বছর পেরিয়ে যাওয়ার পর সাফল্য তুলে ধরলেন স্বয়ং ‘দিদি’। ৫০০ দিন পেরিয়ে গেল ‘দিদিকে বলো’ প্রকল্প। টুইট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন, ‘আমার উদ্যোগ ‘দিদিকে বলো’ কর্মসূচির ৫০০ দিন পূর্ণ হওয়াতে খুশি। এই সময়ের মধ্যে ২৮ লক্ষ মানুষ ফোন করেছেন ৯১৩৭০৯১৩৭০ নম্বরে। ৮০ লাখেরও বেশি মানুষের সঙ্গে কথোপকথন হয়েছে। আমি ধন্যবাদ জানাই প্রত্যেককে, যাঁরা পাশে থেকেছেনও সাড়া দিয়েছেন’। ২০১৯ লোকসভা ভোটের পর চালু হওয়া এই কর্মসূচির প্রায় দেড় বছর পেরিয়ে যাওয়ার পর সাফল্য তুলে ধরলেন স্বয়ং ‘দিদি’। ২০১৯ সালের ২৯ জুলাই শুরু হয়েছিল ‘দিদিকে বলো’।
- Related topics -
- মমতা ব্যানার্জী
- দিদিকে বলো
- রাজ্য