রাজনৈতিক

দুয়ারে সরকারে যুক্ত আরও দুটি পরিষেবা, পঞ্চায়েত ভোটের আগেই বড় ঘোষণা করতে চলেছে মমতার সরকার

দুয়ারে সরকারে যুক্ত আরও দুটি পরিষেবা, পঞ্চায়েত ভোটের আগেই বড় ঘোষণা করতে চলেছে মমতার সরকার
Key Highlights

শুরু হতে চলেছে জনকল্যাণমূলক পরিষেবা প্রদানের সরকারি কর্মসূচিও। পঞ্চমবার বসছে রাজ্য সরকারের দুয়ারে সরকার

উৎসব প্রায় শেষ। ফের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হতে চলেছে। তৃণমূল সরকারের ঘোষিত দুয়ারে সরকার ফের শুরু হতে চলেছে। তবে এবার দুয়ারে সরকারে যুক্ত করা হচ্ছে আরও নতুন দুটি পরিষেবা। ১লা নভেম্বর দুয়ারে সরকার শিবির ও পাড়ায় পাড়ায় সমাধান ক্যাম্প শুরু হচ্ছে।

দুয়ারে সরকারে এবার ডবল ধামাকা! এক-আধটা নয় একাধিক নতুন পরিষেবা যুক্ত করা হয়েছে দুয়ারে সরকারে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে উদ্যোগে দুয়ারে সরকার শুরু হয়েছিল একুশের ভোটে জিতে আসার পর। সেই থেকে মানুষকে আর সরকারের দুয়ারে আসতে হচ্ছে না। সরকার মানুষের দুয়ারে আসছে পরিষেবার ডালি সাজিয়ে। সেই পরিষেবার ডালিতে যুক্ত হতে চলেছে জোড়া পরিষেবা। এবার থেকে জমির পাট্টার আবেদনও করা যাবে দুয়ারে সরকারে। এছাড়া করা যাবে বিদ্যুৎ সংযোগের আবেদনও।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বদন্যতায় আর সরকারি অফিসে গিয়ে সরকারি প্রকল্পে না নথিভুক্তকরণ বা কোনও জনকল্যাণমূলক পরিষেবা পেতে ছুটতে হয় না। সরকারি অফিসে না গিয়ে দুয়ারে সরকারে গেলেই পরিষেবা মেলে। সরকার পরিষেবার ডালি সাজিয়ে দুয়ারে এসে হাজির হয়, সেখানই মেলে পরিষেবা। এক-আধটা নয় একাধিক পরিষেবা মেলে দুয়ারে সরকার শিবিরে।

আগামী দুয়ারে সরকার ১লা নভেম্বর থেকে শুরু হওয়ার আগে পরিষেবা প্রদানের তালিকায় স্থান দেওয়া হয় জমির পাট্টার আবেদন ও বিদ্যুৎ সংযোগ প্রদানের আবেদনকে। এতদিন ভূমি ও ভূমি সংস্কার এবং শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন বিভাগে গিয়ে আবেদন করার পর পাট্টা মিলত। এখন পাড়ায় বা এলাকায় দুয়ারের সরকারের শিবিরে গেলেই সেই আবেদনের সুযোগ মিলে যাচ্ছে সাধারণের জন্য।

জমির পাট্টা আবেদন ছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থায় নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন করা যাবে এবার দুয়ারে সরকারের ক্যাম্প থেকে। শুধু বিদ্যুৎ সংযোগের আবেদনই নয়, বকেয়া বিদ্যুৎ বিল মকুবের আবেদন ও পেমেন্টের সব সুযোগই মিলবে দুয়ারে সরকার ক্যাম্পে। ১নভেম্বর থকে নতুন করে এই শিবির শুরু হতে চলেছে। সেখানেই পুরনো সব প্রকল্পে যেমন আবেদন করতে পারবেন, আবেদন করতে পারবেন নতুন জোড়া পরিষেবা প্রদানেরও।

তৃণমূল রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই নিয়ে পঞ্চমবার বসছে রাজ্য সরকারের দুয়ারে সরকার। আগামী ১ নভেম্বর থেকে দুয়ারের সরকারের সঙ্গে পাড়ায় পাড়ায় সমাধানও করা হবে। আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে শেষ দুয়ারে সরকার ও পাড়ায় পাড়ায় সমাধান শিবির হতে চলেছে এটা। এবার ভ্রাম্যমান সমাধান প্রকল্পেও বিশেষ জোর দেওয়া হচ্ছে।



IPL Auction 2025 | আইপিএল ২০২৫র নিলামে রেকর্ড ঋষভ পন্থের! ২৭ কোটিতে কিনলো লখনউ
India vs Australia । "বুমরাহর বুমেরাং " ! পার্থে প্রথম টেস্টে টানটান উত্তেজনা, বুমরাহ ম্যাজিকে দুর্দান্ত কামব্যাক টিম ইন্ডিয়ার
Ishwar Chandra Vidyasagar Biography | বাংলার সমাজ-শিক্ষার বিকাশের প্রাণপুরুষ বিদ্যাসাগর! ২০৩তম জন্মবার্ষিকীতে পড়ুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী!
Coromandel Express Accident | করমণ্ডল দুর্ঘটনায় মৃত্যু প্রায় ৩০০ জনের! কী কারণে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা? জানালেন রেলমন্ত্রী!
১০০ টি প্রয়োজনীয় ফ্যাক্ট| 100 interesting life hack in Bengali
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo
'লক্ষ্মীর ভান্ডার' প্রকল্প চালু করছেন মুখ্যমন্ত্রী, বাংলার গৃহবধূরা প্রতিমাসে পাবে হাজার টাকা হাতখরচ