নয়া পরিকল্পনা রাজ্যের, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে হেলিকপ্টার থেকেই 'ওয়াটার স্প্রে' করবে দমকল

Thursday, July 22 2021, 1:08 pm
highlightKey Highlights

কলকাতা সহ বিভিন্ন জেলায় ইদানিংকালে অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়শই ঘটতে দেখা যাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে কোনো ঘিঞ্জি এলাকায় আগুন লাগলে তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। এবার সেই সমস্যার সমাধানের জন্য এক অভিনব পরিকল্পনার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য সরকারের এই পরিকল্পনার কথা জানালেন মালদার ডিভিশনাল ফায়ার অফিসার শিবানন্দ বর্মন। তিনি বললেন , ‘কেবল কলকাতা নয়, মালদা তথা রাজ্যের যে কোনও জেলায় ঘিঞ্জি এলাকায় আগুন অবিলম্বে নিয়ন্ত্রণে আনার জন্য হেলিকপ্টার থেকে জল ছেটানো যায় কিনা তার চিন্তাভাবনা শুরু হয়েছে।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File