দেশ

Kedarnath Mobile Controversy | প্রপোজ করে আলিঙ্গন করাই হলো কাল! কেদারনাথ চত্বরে বানানো যাবেনা ভিডিও, রিল!

Kedarnath Mobile Controversy | প্রপোজ করে আলিঙ্গন করাই হলো কাল! কেদারনাথ চত্বরে বানানো যাবেনা ভিডিও, রিল!
Key Highlights

সম্প্রতি ইউটিউবার তরুণীর প্রেমিককে কেদারনাথের সামনে হাঁটু গেড়ে প্রপোজ করার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপরই সরব কেদারনাথ-বদ্রীনাথ মন্দির কমিটি । ভিডিও করলেই ব্যবস্থা নেবে উত্তরাখন্ড পুলিশ।

কেদারনাথ মন্দির (Kedarnath Temple ) চত্বরে ভিডিও বা রিল বানালেই এবার নেওয়া হবে কড়া ব্যবস্থা। ইউটিউবার তরুণীর প্রেমিককে হাঁটু গেড়ে প্রপোজ করার ভিডিও ভাইরাল হতেই ক্ষুব্ধ মন্দিরের পুরোহিতরা। বিষয়টি নিয়ে তীব্র আপত্তি তুলে পুলিশের দ্বারস্থ হয় মন্দির কমিটি। এরপরেই মোবাইল ফোন নিষিদ্ধ করা হয় মন্দির চত্বরে। জানানো হয়, কেদারনাথ মন্দির চত্বরে মোবাইল ফোন বন্ধ করেই উঠতে হবে পর্যটকদের।

বর্তমানে বিদেশী কায়দায় প্রেমিক বা প্রেমিকাকে বিয়ের জন্য প্রস্তাব দিতে অনেকেই নানান পাবলিক স্পেস (Public Space) বা পর্যটন কেন্দ্র, ক্রিকেট বা ফুটবলের স্টেডিয়ামে হাঁটু গেড়ে আংটি সামনে রেখে প্রপোজ করে থাকেন। অনেক সময়ই এরকম প্রপোজের ভিডিও ভাইরাল হয়ে পরে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যা দেখে বেশিরভাগ সময়ই মুগ্ধ হন আম জনতা। তবে এই ইউটিউবার তরুণীর ক্ষেত্রে এমনটা হলোনা। বরং তার 'কাণ্ডে'র জন্য খেসারত দিতে হবে শিব ভক্তদের।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় কেদারনাথ মন্দিরের সামনে পদাঁড়িয়ে প্রণাম করছেন হলুদ পাঞ্জাবি পড়া এক তরুণ। তার ঠিক পাশেই হাঁটু গেড়ে আংটি সামনে রেখে প্রপোজ করলেন হলুদ শাড়ি পড়া এক ইউটিউবার তরুণী। সাধারণ যুগলের মতো দুজনেই বেশ উচ্ছসিত হয়ে দুজন দুজনকে আলিঙ্গন করেন। এই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। তবে এর পরেই ক্ষুব্ধ হয়ে ওঠেন কেদারনাথ ও বদ্রীনাথ (Badrinath) মন্দিরের কমিটি।

কেদারনাথ মন্দিরের সামনে বিয়ের প্রতাব এবং তারপর যুগলের আলিঙ্গনের বিষয়টি নিয়ে তীব্র আপত্তি তুলে পুলিশের দ্বারস্থ হয় মন্দির কমিটি। এই ঘটনা নিয়ে কড়া বার্তা দেয় বদ্রিনাথ-কেদারনাথ মন্দির কমিটি (BKTC)। জানা গিয়েছে,  যারা ওই ভিডিও বানিয়েছে তাদের বিরুদ্ধে মন্দির কমিটির পক্ষ থেকে স্থানীয় পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। মন্দির কমিটির বক্তব্য, এই ঘটনার দ্বারা পুণ্যার্থীদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। পুলিশকে লেখা চিঠিতে বদ্রিনাথ-কেদারনাথ মন্দির কর্তৃপক্ষ জানানো হয়, কিছু কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা (Social Media Influencer) মন্দির চত্বরে ভিডিয়ো তৈরি করছেন। কেউ ইউটিউব শটস (Youtube Shots), কেউ ইনস্টাগ্রাম রিল (|Instagram Reels) বানাচ্ছেন। এই ধরণের কাণ্ড ভক্তদের ভাবাবেগে আঘাত দিতে পারে। কেবল দেশের ভক্তদের জন্যই নয়, বিদেশের ভক্তরাও এই ঘটনা ভালো চোখে নাও দেখতে পারেন। ফলে যাতে এরকম ঘটনা আর না ঘটে তাই এই নিয়ে পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বলা হয় মন্দির কমিটির তরফ থেকে।

সূত্রের খবর, কেদারনাথ মন্দিরের সামনে ওই যুগলের এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই কড়াকড়ি শুরু হয়েছে। জানা গিয়েছে, কোনও ভক্তকেই মোবাইল ফোন অন করে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনটাও খবর পাওয়া গিয়েছে, যে এবার থেকে মোবাইল নিয়ে ভিতরে প্রবেশ করার অনুমতিও দেওয়া হবে না। বাইরে মোবাইল জমা রেখে তবেই ঢোকা যাবে কেদারনাথ মন্দিরে।

সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র ভিডিয়ো কিংবা রিল বানাতেই অনেকেই হাজির হন কেদারনাথ যাত্রায়। এই কারণে বেশ ক্ষুব্ধ মন্দির কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এরপর থেকে মন্দির চত্বরে কোনও ভিডিয়ো বা রিল বানালেই সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে উত্তরাখণ্ড পুলিশের (Uttarakhand Police) তরফ থেকে।


Sourav Ganguly | ৬ বছর পর CAB প্রেসিডেন্ট পদে ফিরলেন মহারাজ, ফের ক্রিকেট প্রশাসনে সৌরভ গঙ্গোপাধ্যায়
Ukraine | ৩৬১টি ড্রোন নিয়ে রাশিয়ার তৈল শোধনাগারে হামলা চালাল ইউক্রেন, পুড়ে ছাই ফ্যাক্টরি
Earthquake In Assam | অসম-সহ গোটা উত্তরবঙ্গ কাঁপলো ভূমিকম্পে, মৃদু কম্পন অনুভূত হল কলকাতাতেও
Krishnanagar | খাবার পেয়েই মুখ খুললো দেশরাজ! কৃষ্ণনগরের ঈশিতা মল্লিক ‘খুনে’ ব্যবহৃত অস্ত্র উদ্ধার পুলিশের
RG Kar Doctor Death | অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষ খাইয়ে খুন? আরজি কর হাসপাতালের চিকিৎসককের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য
Breaking News | যাদবপুর ছাত্রী মৃত্যুতে তদন্তকারীদের হাতিয়ার ঝিলপাড়ের বাথরুমের সিসিটিভি ফুটেজ!
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo