আন্তর্জাতিক

Pakistan Army Officer | আটক করেছিলেন ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে, নিহত সেই পাকিস্তানী সেনা অফিসার!

Pakistan Army Officer | আটক করেছিলেন ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে, নিহত সেই পাকিস্তানী সেনা অফিসার!
Key Highlights

নিহত হয়েছেন ২০১৯ সালে ভারতীয় বিমান বাহিনীর অফিসার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করা পাকিস্তানি সেনার এসএসজি অফিসার মেজর মইজ আব্বাস।

নিহত হয়েছেন ২০১৯ সালে ভারতীয় বিমান বাহিনীর অফিসার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করা পাকিস্তানি সেনার এসএসজি অফিসার মেজর মইজ আব্বাস। জানা গিয়েছে, গতকাল দক্ষিণ ওয়াজিরিস্তানে পাকিস্তানি তালিবানের (টিটিপি) সাথে সংঘর্ষে নিহত হয়েছেন তিনি। উল্লেখ্য, ২০১৯ সালে পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার জবাবে পালটা অভিযানে নেমে পাকিস্তানি এফ ১৬ যুদ্ধবিমানকে ধ্বংস করেছিলেন ভারতীয় বায়ুসেনার অভিনন্দন বর্তমান। কিন্তু পাকিস্তানে ভেঙে পড়েছিল অভিনন্দনের যুদ্ধবিমান। এরপর অভিনন্দকে ধরেছিল এই পাকিস্তানি অফিসার মেজর মইজ আব্বাস।