HS Syllabus । উচ্চমাধ্যমিকের সিলেবাসে বড়সড় বদল, ১৯ টি বিষয়ের সিলেবাস বদলালো শিক্ষা সংসদ

Saturday, December 14 2024, 5:08 am
HS Syllabus । উচ্চমাধ্যমিকের সিলেবাসে বড়সড় বদল,  ১৯ টি বিষয়ের সিলেবাস বদলালো  শিক্ষা সংসদ
highlightKey Highlights

একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে বাংলা, ইংরেজি সহ ১৯ বিষয়ে সিলেবাসের কিছুটা পরিবর্তন করা হল। পড়ুয়াদের উপর থেকে চাপ কমানোর জন্য সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


একাদশ ও দ্বাদশ শ্রেণিতে সেমেস্টার প্রক্রিয়া চালু হওয়ার জন্য কয়েক মাস আগে নয়া সিলেবাস প্রকাশ করেছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পড়ুয়াদের ওপর চাপ কমানোর জন্যে বাংলা, ইংরেজি সহ ১৯ বিষয়ে সিলেবাসের কিছুটা পরিবর্তন করা হল। বিষয়গুলি হলো বাংলা, ইংরেজি, অল্টারনেটিভ ইংলিশ, হিন্দি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অ্যাকাউন্টেন্সি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, বিজনেস স্টাডিজ, এডুকেশন, সায়েন্স অফ ওয়েল-বিয়িং, স্ট্যাটিস্টিক, দর্শন (ফিলোজফি), পরিবেশ বিদ্যা, অর্থনীতি, ভূগোল, বায়োলজিক্যাল সায়েন্স। ওয়েবসাইটে গিয়ে নয়া সিলেবাস চেক করতে পারেন পড়ুয়ারা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File