Mahindra BE 6e | ফুল চার্জ দিলে যাওয়া যাবে ৬৮২ কিমি! বাজারে এলো মহিন্দ্রার বৈদ্যুতিন এসইউভি BE 06 EV
Wednesday, November 27 2024, 6:26 pm

BE 06 EVর বেস ভ্যারিয়ান্টের দাম রাখা হয়েছে ভারতে ১৮ লক্ষ ৯০ হাজার টাকা।
বাজারে এলো মহিন্দ্রার বৈদ্যুতিন এসইউভি BE 06 EV। এর দুটি ভ্যারিয়ান্ট এসেছে বাজারে যেখানে ৫৯ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি এবং ৭৯ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি থাকবে। অঢেল ফিচার্স, ডুয়াল জোন ক্লাইমেট কনট্রোল, ইন্টিগ্রেটেড মাল্টিকালার লাইটিং ইত্যাদিও থাকবে এই গাড়িতে। এছাড়া ল্যামিনেটেড কাচ সহ একটি বড় প্যানোরমিক সানরুফ পাওয়া যাবে। একবার ফুল চার্জ দিলে যাওয়া যাবে ৬৮২ কিমি। BE 06 EVর বেস ভ্যারিয়ান্টের দাম রাখা হয়েছে ভারতে ১৮ লক্ষ ৯০ হাজার টাকা।