মহারাষ্ট্রে অমানবিকতার শিকার গণধর্ষিতা! পঞ্চায়েতের নির্দেশ গ্রাম ছাড়ার, পুলিশের দ্বারস্থ হয় যুবতী।
Thursday, December 31 2020, 10:29 am

পাঁচ বছর আগে গ্রামের এক খামারে তুলো তুলতে গিয়ে গণধর্ষণের শিকার হন বীর জেলার এক গ্রামের বছর পঁচিশের যুবতী। এবছরের গোড়ায় অপরাধীদের যাবজ্জীবনের নির্দেশও দিয়েছে আদালত। কিন্তু পঞ্চায়েত ‘শাস্তি’ বরাদ্দ করেছে নির্যাতিতার জন্যই! কেবল ওই গ্রামই নয়। পাশের আরও দু’টি গ্রামের পঞ্চায়েতও জানিয়ে দিয়েছে ওই যুবতীর কোনও স্থান নেই তাঁদের গ্রামে। গত আগস্টেই বাড়ির দরজায় আটকে দেওয়া হয়েছে গ্রাম ছাড়ার নোটিশ। দেওয়া হচ্ছে নিরন্তর চাপ। অসহায় নির্যাতিতা এবার দ্বারস্থ হয়েছেন পুলিশের। জানিয়েছেন, কেবল গ্রাম ছাড়তে বলাই নয়, রীতিমতো অশ্লীল বিশেষণে তাঁকে লাঞ্ছনা করেছেন গ্রামের প্রধানরা
- Related topics -
- দেশ
- ক্রাইম
- মহারাষ্ট্র
- নির্যাতন
- গণধর্ষণ