Maharashtra | মহারাষ্ট্রে চিকিৎসককে ধর্ষণ এবং আত্মহত্যায় অভিযুক্ত পুলিশকে গ্রেপ্তার প্রশাসনের
Sunday, October 26 2025, 3:26 am
Key Highlightsপিটিআই সূত্রে খরব, সাতারার পুলিশ সুপার তুষার দোশি জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় ফলটন গ্রামীণ থানায় এসে আত্মসমর্পণ করেন গোপাল বদন।
মহারাষ্ট্রে আত্মহত্যা করেছেন তরুণ চিকিৎসক। নিজের হাতের তালুতে লেখা সুইসাইড নোটে তিনি অভিযোগ করেন, ফালতান থানার সাব-ইন্সপেক্টর গোপাল বাদনে তাকে পাঁচ মাস ধরে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেছেন এবং চারবার ধর্ষণ করেছেন। এঘটনায় আগেই সাসপেন্ড করা হয়েছিল অভিযুক্ত অফিসার গোপাল বদনকে। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি। সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় ফলটন গ্রামীণ থানায় এসে আত্মসমর্পণ করেন গোপাল বদন। তার পরেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
- Related topics -
- দেশ
- মহারাষ্ট্র
- মহারাষ্ট্র পুলিশ
- আত্মহত্যা
- ডাক্তার
- পুলিশ
- পুলিশ প্রশাসন

