ঠানে জেলার মুম্ব্রা এলাকার একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, মৃত ৩ রোগী
Wednesday, April 28 2021, 5:32 am
 Key Highlights
Key Highlightsঠানে জেলার মুম্ব্রা এলাকার একটি বেসরকারি হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঠানের পুলিশ ও দমকল বিভাগ সূত্রে খবর, ২০ জন রোগীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে যায় বলে খবর। পাঁচটি অ্যাম্বুলেন্সও পাঠানো হয়। আইসিইউ-তে ভর্তি তিন রোগী সহ ২০ জন রোগীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। ঠানে পুর কর্তৃপক্ষ জানিয়েছে, ভোর তিনটে চল্লিশ নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়ার সময় চার রোগীর মৃত্যু হয়।
-  Related topics - 
- দেশ
- মহারাষ্ট্র
- অগ্নিকান্ড
- ঠাণে

 
 