Maharashtra Govt | বাধ্যতামূলক নয় হিন্দি পড়ানো! সমালোচনার পরই সিদ্ধান্ত বাতিল ফড়নবিশের সরকারের!
Monday, June 30 2025, 3:29 am
Key Highlightsপ্রাথমিক স্কুলগুলিতে হিন্দি ভাষা পড়ানো বাধ্যতামূলক করার সিদ্ধান্ত বাতিল করলো মহারাষ্ট্র সরকার।
প্রাথমিক স্কুলগুলিতে হিন্দি ভাষা পড়ানো বাধ্যতামূলক করার সিদ্ধান্ত বাতিল করলো মহারাষ্ট্র সরকার। জাতীয় শিক্ষানীতি মেনে মারাঠি ও ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে হিন্দিকে তৃতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলক করেছিল মহারাষ্ট্র সরকার। তবে অনেক শিক্ষাবিদ এই নীতির ব্যাপক সমালোচনা করেন। তাঁদের দাবি, মারাঠি ভাষাকে পিছনে ঠেলে গিয়ে হিন্দিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এরপরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, ‘তিন ভাষা নীতি কী ভাবে বাস্তবায়ন করা উচিত, তা নিয়ে ডঃ নরেন্দ্র যাদবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে’
- Related topics -
- দেশ
- ভারত
- মহারাষ্ট্র সরকার
- শিক্ষা ব্যবস্থা
- হিন্দি

