Mahalaya 2025 | মহালয়াতেই হবে সূর্যগ্রহণ! জেনে নিন আগামীকালের গ্রহণের সময়কাল

Saturday, September 20 2025, 4:35 pm
highlightKey Highlights

পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের এই সূচনালগ্নে মহালয়ার দিন রয়েছে সূর্যগ্রহণ।


রাত পোহালেই পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। এবারের মহালয়া সর্বপিতৃ অমাবস্যা। এবারের মহালয়ার রাতে রয়েছে সূর্যগ্রহণ। ভারতীয় সময় অনুসারে রাত (২১ সেপ্টেম্বর) ১০.৫৯ মিনিটে গ্রহণ শুরু হবে। গ্রহণ শেষ হবে ভোররাত (ক্যালেন্ডার অনুযায়ী ২২ সেপ্টেম্বর) ৩ টে ২৩ মিনিটে। ভারত থেকে গ্রহন দৃশ্যমান নয়। তবে অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের আশপাশ থেকে ২১ সেপ্টেম্বরের সূর্যগ্রহণ দেখা যাবে। সূর্যগ্রহণ রাতে হওয়ায় গ্রহণের সুতককাল থাকছে না। ফলে তর্পনে কোনো বাঁধা থাকছে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File