Magnus Carlsen | মেনেই নিতে পারছেন না গুকেশের কাছে হার, ক্লাসিক্যাল চেস থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন কার্লসেন!
Tuesday, June 3 2025, 8:17 am
Key Highlightsমূলত র্যাপিড, ব্লিৎজ় অথবা ফ্রি স্টাইল চেস খেলতেই পছন্দ করেন এই কিংবদন্তি দাবাড়ু। তবে ক্লাসিক্যাল চেসের ভক্ত নন একেবারেই।
রবিবার নরওয়ে ওপেনে গুকেশ ডি'র কাছে প্রথমবার ক্লাসিক্যাল ফর্ম্যাটে পরাজিত হয়েছেন বিশ্বের অন্যতম দাবাড়ু ম্যাগনাস কার্লসেন। হারের পরই মেজাজ হারিয়ে টেবিলে চাপড় মেরেছিলেন ম্যাগনাস, ভাইরাল হয় সেই ঘটনার ভিডিও। এবার 'সরে দাঁড়ানো'র ইঙ্গিত দিলেন কার্লসেন। ক্লাসিক্যাল চেস থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি নিজেই। মূলত র্যাপিড, ব্লিৎজ় অথবা ফ্রি স্টাইল চেস খেলতেই পছন্দ করেন এই কিংবদন্তি দাবাড়ু। তবে ক্লাসিক্যাল চেসের ভক্ত নন একেবারেই। তাই এই ফর্ম্যাট থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন ম্যাগনাস কার্লসেন।
- Related topics -
- খেলাধুলা
- অন্য খেলা
- দাবা
- ম্যাগনাস কার্লসেন
- গুকেশ ডি

