Jalpaiguri Madhyamik | ফেব্রুয়ারিতে শুরু মাধ্যমিক, জলপাইগুড়িতে নিরাপত্তা জোরদার করতে বাড়তি সতর্ক বনদপ্তর
Friday, January 31 2025, 6:20 am
![highlight](/img/target.png)
বনবস্তির মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাড়তি সতর্কতা বনদপ্তরের। জলপাইগুড়ি জেলার ১০০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় বসবে মোট ৩৬ হাজার ৬৮৮ জন ছাত্রছাত্রী।
ফেব্রুয়ারির ১০ তারিখ থেকে শুরু হচ্ছে ২০২৫এর মাধ্যমিক পরীক্ষা। এবছর জলপাইগুড়ি জেলার ১০০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় বসবে মোট ৩৬ হাজার ৬৮৮ জন ছাত্রছাত্রী। গত কয়েক বছর হাতির পাল থেকে বন্য জন্তুর উপদ্রবে প্রাণ হারিয়েছেন একাধিক শিক্ষার্থী। ঘটনার পুনরাবৃত্তি আটকাতে জঙ্গল পথে আঁটোসাঁটো করা হচ্ছে নিরাপত্তার ব্যবস্থা। ১ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত লোকালয় সংলগ্ন জঙ্গলে হাতিদের গতিবিধির উপর নিয়মিত নজরদারি চালাবেন বনকর্মীরা। ব্যবহার করা হতে পারে সেফ রুটও।
- Related topics -
- রাজ্য
- মাধ্যমিক
- মধ্যশিক্ষা পর্ষদ
- পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ
- পশ্চিমবঙ্গ
- জলপাইগুড়ি
- বনদপ্তর
- নিরাপত্তা