ক্রাইম

খাবার ছোঁয়ার অপরাধে মধ্যপ্রদেশে পিটিয়ে খুন এক দলিত যুবককে ।

খাবার ছোঁয়ার অপরাধে মধ্যপ্রদেশে পিটিয়ে খুন এক দলিত যুবককে ।
Key Highlights

গত ৭ ডিসেম্বর রাতে দেবরাজ অনুরাগী নামে বছর ২৫ এর এক দলিত যুবককে সন্তোষ পাল এবং ভুরা সোনি নামে দুই ব্যক্তি মধ্যপ্রদেশের ছাতারপুর জেলার কিষাণপুর গ্রামের কাছে একটি ফিস্টে ডেকে নিয়ে যাওয়া হয় সাফাইয়ের কাজ করার জন্য। সেখানেই দেবরাজ নিজের জন্য খাবার নেওয়ার চেষ্টা করতেই সকলে ছুটে এসে তাকে মারধর করতে থাকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। অজ্ঞান হওয়ার পূর্বে দেবরাজ বাড়ির লোককে জানিয়ে যায় যে তার এমন অবস্থা কারা করেছে। এসসি-এসটি প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি আইনে মামলা রুজু করা হয়েছে এবং সন্তোষ ও ভুরা-কে পুলিশ খুঁজছে।