Kolkata Municipality | কবিবর মাইকেল মধুসূদন দত্তের বাড়ি বাঁচাতে হাইকোর্টের দ্বারস্থ খোদ কলকাতা পুরসভা!

Wednesday, March 26 2025, 4:19 pm
highlightKey Highlights

মাইকেল মধূসূদন দত্ত বাংলা সাহিত্যের নবজাগরণের অন‌্যতম পথিকৃৎ। তাঁর স্পর্শধন‌্য বসতবাড়িকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে খোদ কলকাতা পুরসভাকে।


১৮৮৩ সালে ২৯ জুন বাংলা সাহিত্যের নবজাগরণের অন‌্যতম পথিকৃৎ মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু হয়। ১৮৭৬ সালে কলকাতা পুরসভা তৈরি হয়। পুরসভার রেকর্ড বলছে এখন যেটি ৭৭ নম্বর ওয়ার্ড সেই সময় ওই এলাকা গার্ডেনরিচ পুরএলাকার মধ্যে ছিল। আর ইতিহাস বলছে এখানেই ৮০বি কার্ল মার্ক্স সরণির দোতলা বাড়িতে মধুকবি শেষ জীবন কাটিয়েছিলেন। সেই বাড়িকেই ভাঙার তোড়জোড় করছে একপক্ষ। আর এই বসতবাড়িকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে খোদ কলকাতা পুরসভাকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File