MLA Shot Dead । রক্তাক্ত অবস্থায় পরে আছেন মেঝেতে, হাতে পিস্তল, পাঞ্জাবে মর্মান্তিক মৃত্যু আপ বিধায়কের
Saturday, January 11 2025, 6:30 am

শুক্রবার গভীর রাতে লুধিয়ানা দক্ষিণের বিধায়ক গুরপ্রীত গোগিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাঁর পরিবারের দাবি ‘অসাবধনায় নিজের হাত থেকে গুলি চলে’।
সামনেই নির্বাচন। তার আগেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো লুধিয়ানা দক্ষিণের বিধায়ক গুরপ্রীত গোগির। পুলিশ সূত্রে খবর, শুক্রবার খাওয়াদাওয়ার পর রাত ১১.৩০ টার দিকে তিনি নিজের লাইসেন্সধারী পিস্তলটি পরিস্কার করতে বসেছিলেন। তখনি ঘটনাটি ঘটে। পরিবারের দাবি, অসাবধানবশত গুলি লেগে মৃত্যু হয়েছে গুরপ্রীতের। সেসময় ঘরে তিনি একাই ছিলেন। গুলির আওয়াজ শুনে তাঁর স্ত্রী ছুটে আসে। দয়ানন্দ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতদেহের ময়নাতদন্ত করছে পুলিশ।