জুন মাসের শুরুতেই স্বস্তির খবর! এলপিজি গ্যাসের দাম ১৩৫ টাকা সস্তা হল

Wednesday, June 1 2022, 3:57 pm
highlightKey Highlights

জুন মাসের প্রথমেই সুখবর, এক ধাক্কায় অনেকটাই কমলো এলপিজি সিলিন্ডারের দাম। জেনে নিন কত করে মূল্য নির্ধারণ করা হলো।


সিলিন্ডারের দামে পরিবর্তনের ফলে কলকাতাতে বুধবার থেকে কমার্শিয়াল এলপিজি-র দাম হচ্ছে ২৪৫৪ টাকা। তবে শুধু কলকাতা নয়, দামের পরিবর্তন এসেছে দেশের অন্য শহরেও। কলকাতা বাদ দিয়ে, দেশের অন্য মেট্রো শহরের দিকে তাকালে দেখা যাবে, দামে পতন।

গত মাসের ১লা তারিখ অর্থাৎ পয়লা মে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১০০ টাকা বৃদ্ধি করা হয়েছিল। গত দু মাসে কমার্শিয়াল LPG সিলিন্ডারের দাম প্রায় ৩০০ টাকারও বেশি বাড়ানো হয়েছে । ফলে দাম কমায় অবশেষে কিছুটা স্বস্তি ফিরল সাধারণ মানুষের। একবারে ১৩৫টাকা বাণিজ্যিক গ্যাসের দাম কমায় হোটেল মালিকদের পকেটেও কিছুটা স্বস্তি ফিরবে।

তবে এই দাম কমায় একদিকে যেমন হোটেল মালিকেরা লাভবান হবে তেমনি এর সুফল পেতে পারেন সাধারণ মানুষও। কারণ LPG-র দাম ক্রমাগত বৃদ্ধির ফলে রেস্তোরাঁ থেকে শুরু করে পাইস হোটেলেও খাবারের দাম প্লেট প্রতি বৃদ্ধি করা হচ্ছিল। বাণিজ্যিক সিলিন্ডারের দাম যদি কমতে থাকে, তাহলে কিছুটা সুরাহা হয় সাধারণ মানুষেরও।

Trending Updates



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File