রেকর্ড উচ্চতায় পৌঁছালো প্রেট্রোল-ডিজেল এর দাম, ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল ২৫ টাকা
Thursday, December 21 2023, 2:26 pm

বাজেটের পর ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। কলকাতায় এক ধাক্কায় ভর্তুকিহীন ঘরোয়া রান্নার গ্যাসের দাম বাড়ল ২৫ টাকা। এতদিন ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৭২০.৫০ টাকা। বৃহস্পতিবার থেকে এর দাম ২৫ টাকা বেড়ে হল ৭৪৫.৫০টাকা। এই নিয়ে ডিসেম্বর থেকে তিন দফায় সিলিন্ডারপিছু দাম বাড়ল। এর আগের দু'দফায় বেড়েছিল ১০০ টাকা। ৫ কেজি সিলিন্ডারের দাম বর্তমানে দাঁড়াল ২৭৫.৫০ টাকা। অন্যদিকে, বাণিজ্যিক ১৯.২ কেজি গ্য়াস সিলিন্ডারের দাম কলকাতায় হয়েছে ১৫৯৮.৫০ টাকা।
- Related topics -
- রাজ্য
- মূল্যবৃদ্ধি
- গ্যাস সিলিন্ডার
- শহর কলকাতা