রান্নার গ্যাসে সিলিন্ডারপিছু ২০০ টাকা ভর্তুকি দেওয়া হবে, এমনটাই ঘোষণা করলো কেন্দ্র

Sunday, May 22 2022, 10:25 am
highlightKey Highlights

সিলিন্ডার পিছু ২০০ টাকা ভর্তুকি দেওয়া হবে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে সকলে ভর্তুকি পাবেন না। নির্দিষ্ট শর্তেই মিলবে ভর্তুকি।


গ্যাস সিলিন্ডারের দামে ইতিমধ্যেই হেঁশেলে আগুন ধরেছিল। তারমধ্যেই চলতি মাসে দু'বার বাড়ানো হয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। তার ফলে কলকাতা, দিল্লি, মুম্বইয়ের মতো শহরে ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১,০০০ টাকা টপকে গিয়েছে। লাগামছাড়া মুদ্রাস্ফীতির জেরে আমজনতার মাথায় পড়েছে। যা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। সেই পরিস্থিতিতে কিছুটা সুরাহা দিল কেন্দ্রীয় সরকার।

কোন শর্তে মিলবে ভর্তুকি? কেন্দ্রীয় অর্থমন্ত্রী কী বলছেন তা জেনে নিন

সীতারামন জানিয়েছেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের সিলিন্ডারপিছু ২০০ টাকা ভর্তুকি দেওয়া হবে। তার ফলে নয় কোটির উপভোক্তা লাভবান হবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি আরও জানিয়েছেন, বছরে ১২ টি সিলিন্ডারের ক্ষেত্রে ২০০ টাকা ভর্তুকি দেওয়া হবে। অর্থাৎ বছরে ভর্তুকিবাবদ মোট ২,৪০০ টাকা দেবে কেন্দ্র।

Trending Updates
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

চলতি বছরে সেই ভর্তুকি দেওয়া হবে। আগামী বছরে কী হবে, সে বিষয়ে কিছু জানাননি সীতারামন। সীতারামনের দাবি, সেই সিদ্ধান্তের ফলে কেন্দ্রের কোষাগার থেকে বাড়তি ৬,১০০ কোটি টাকার মতো বেরিয়ে যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File