Love Jihad: ফের ‘লাভ জেহাদ’ বিতর্ক কেরলে
ফের 'লাভ জেহাদ' বিতর্ক কেরলে। খ্রিস্টান বান্ধবী জয়সনা মেরি জোসেফকে বিয়ে মুসলিম যুবক শেজিন। তাদের বক্তব্য যে তাদের সম্পর্কে কেবল ‘লাভ’ই আছে, কোনও ‘জেহাদ’ নেই।
কেরলে খ্রিস্টান এক যুবতী ভালবেসে এক মুসলিম যুবককে। সেই বিয়ে ঘিরেই ‘লাভ জেহাদ’(Love Jihad) বিতর্ক। হিন্দি বলয়ের কোনও রাজ্য নয়, এমন বিতর্ক মাথাচাড়া দিয়েছে বাম-শাসিত কেরলে।
দু’জন প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষকে স্বেচ্ছায় একসঙ্গে থাকার অধিকার দেশের সংবিধান দিয়েছে। ‘লাভ জেহাদ’ পুরোপুরি হিন্দুত্ববাদী পরিকল্পনার একটা অংশ। সিপিএম এই মতে বিশ্বাস করে না। দলের কেউ এমন মন্তব্য করলে দল তা একেবারেই মেনে নেবে না।
দেশের একটি রাজনৈতিক দল - ভারতীয় জনতা পার্টি (বিজেপি) উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ তুলেছে যে, জোর করে অন্য ধর্মের তরুণীকে মুসলিম যুবক বিয়ে করেছেন। এরকম অভিযোগের জেরে রীতিমত বাজার গরম করেছে তারা। পাশাপাশি ঐ যুবতীর পরিবারের একই রকম অভিযোগের ভিত্তিতে ওই যুবতীকে আগামী তিন দিনের মধ্যে আদালতে হাজিরা দিতে বলেছেন স্থানীয় বিচারক। বিতর্ক সামাল দিতে আসরে নামতে হয়েছে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকেও।
শেজিন কোঢ়িকোডের কোডানসেরি অঞ্চলের ডিওয়াইএফআই নেতা। সেই সূত্রেই ঘটনায় জড়িয়ে গিয়েছে সিপিএম। শেজিনদের বিয়ের খবর এলাকায় প্রকাশ্যে আসার পরে জয়সনার বাবা জোসেফ অভিযোগ করেছিলেন, তাঁর মেয়েকে ‘ফাঁসানো’ হয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানে অপহরণ করে জোর করে খ্রিস্টান থেকে মুসলিম ধর্মান্তকরণের অভিযোগ এক মুসলিম ব্যক্তির !
এমতাবস্থায় রাজনৈতিক দল থেকে শুরু করে, পরিবার ও স্থানীয় আদালতের বক্তব্য শোনার পর পাত্র শেজিন এবং পাত্রী জয়সনা মেরি জোসেফ জানাচ্ছেন, তাঁদের কাহিনিতে ‘লাভ’ই আছে, কোনও ‘জেহাদ’ নেই। পরস্পরের সম্মতিতেই তাঁরা বিয়ে করেছেন বলে স্পষ্ট করে দিয়েছেন জয়সনা। ইস্টার উপলক্ষে গির্জায় জয়সনার প্রার্থনার ছবি দিয়ে শেজিনও বুঝিয়ে দিয়েছেন, কোথাও কোনও অশান্তি নেই। কিন্তু ঝড় তাতে থামেনি, বরং বিজেপির তীব্র অভিযোগের দরুন তা আরও বেড়ে গেছে।