Louvre Museum | ল্যুভর থেকে গয়না চুরির ঘটনায় পুলিশের জালের আরও ৫, খোঁজ নেই লুটের সামগ্রীর!

Friday, October 31 2025, 4:42 am
Louvre Museum | ল্যুভর থেকে গয়না চুরির ঘটনায় পুলিশের জালের আরও ৫, খোঁজ নেই লুটের সামগ্রীর!
highlightKey Highlights

জাদুঘর থেকে গয়না চুরির ঘটনায় জড়িত সন্দেহে আরও পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


গত ১৯ অক্টোবর সকালে প্যারিসের ল্যুভর জাদুঘর থেকে নেপোলিয়নের স্ত্রীর মুকুট-সহ বহু মূল্যমান সামগ্রী চুরি যায়। ঘটনার আটদিনের মাথায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। প্যারিসের সরকারি প্রসিকিউটর লর বেকো জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় এঘটনায় আরও পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে গ্রেপ্তারের মোট সংখ্যা দাঁড়াল সাত। যদিও চুরি যাওয়া সামগ্রীর খোঁজ এখনও মেলেনি। নতুন পাঁচজন অভিযুক্তের মধ্যে একজনকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে। তিনিই ‘অন্যতম প্রধান সন্দেহভাজন’।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File