Key Highlightsওজন কমাতে বা অতিরিক্ত মেদ ঝরাতে আমরা প্রত্যহ অনেককিছুই করে থাকি। কিন্তু এই পক্রিয়ায় পেটের মেদ সবচেয়ে বেশি সমস্যাদায়ক। ব্যায়াম ছাড়া আপনি একটি পানীয় গ্রহণ করেও কমাতে পারেন মেদ। এক চামড়া গুড়, এক চামচ পাতিলেবুর রস এবং এক গ্লাস ঈষৎ-উষ্ণ জল। এগুলি ভালো করে মিশিয়ে নিয়ে সকালবেলায় খালি পেটে খেলে খুব দ্রুত অতিরিক্ত মেদ ঝরানো সম্ভব। পাশাপাশি লেবুর রস শরীরের ডিটক্সিফিকেশনের কাজে সাহায্য করে।
- Related topics -
- লাইফস্টাইল
- পানীয়
- স্বাস্থ্য

