দেশ

Lok Sabha | লোকসভায় পাশ হলো ‘রাইট টু ডিসকানেক্ট’ বিল, অফিস টাইমের পর আর বাধ্যতামূলক নয় ফোন-ইমেইল

Lok Sabha | লোকসভায় পাশ হলো ‘রাইট টু ডিসকানেক্ট’ বিল, অফিস টাইমের পর আর বাধ্যতামূলক নয় ফোন-ইমেইল
Key Highlights

অফিসের কাজের পরে কিংবা ছুটির দিনে কর্মীদের আর কাজ সংক্রান্ত ফোন বা ই-মেলের জবাব দেওয়া বাধ্যতামূলক নয়।

লোকসভায় চলছে শীতকালীন অধিবেশন। শুক্রবার একাধিক বিল পেশ হয়েছে লোকসভায়। এ দিন ‘রাইট টু ডিসকানেক্ট, ২০২৫’ বিল পেশ করেন এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে। প্রস্তাবিত বিলে বলা হয়েছে, অফিসের পরে কিংবা ছুটির দিনে আর কাজ সংক্রান্ত কোনও ফোন ধরা বা ইমেলের উত্তর দেওয়া বাধ্যতামূলক নয়। মহিলাদের স্বাস্থ্য রক্ষায় ‘মেনস্ট্রুয়াল বেনিফিটস বিল, ২০২৪’ পেশ করেন কংগ্রেস সাংসদ কাদিয়াম কাভ্যা। পিরিয়ডের সময়ে কর্মরত মহিলাদের সুবিধার কথা বলা হয়েছে এই বিলে। পাশাপাশি পিরিয়ডের সময়ে পেড মাসিক ছুটির প্রস্তাব দিয়ে বিল এনেছেন এলজেপি সাংসদ শম্ভাবী চৌধুরী।