আলিপুর চিড়িয়াখানায় সিংহের হানায় জখম ১ ব্যক্তি
Thursday, December 21 2023, 2:26 pm
Key Highlightsআলিপুর চিড়িয়াখানায় সিংহের খাঁচায় ঝাঁপ দিয়ে গুরুতর জখম এক ব্যক্তি। শুক্রবার দুপুরে ঘটেছে ঘটনাটি। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে চিড়িয়াখানার অন্দরে। আহতের নাম, গৌতম গুছাইত। তিনি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের বাসিন্দা। জানা গিয়েছে, এদিন আচমকাই সিংহের খাঁচার রেলিং টপকে ভিতরে ঢুকে পড়েন ওই ব্যক্তি। বিভৎস দৃশ্যটি নজরে আসে বেশ কয়েকজন দর্শকের। যা দেখে আতঙ্কে চিৎকার করে ওঠেন তাঁরা। ততক্ষণে ব্যক্তির পা টেনে এনক্লোজারের দিকে অনেকটা এগিয়ে গিয়েছে সিংহ। সঙ্গে সঙ্গে গোটা বিষয়টি জানানো হয় চিড়িয়াখানার নিরাপত্তা রক্ষীদের।এরপরেই রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয় চিড়িয়াখানার অন্দরে। কর্তব্যরত কর্মীদের চেষ্টায় উদ্ধার করা হয় ওই ব্যক্তিকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে।