ট্রেনকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা, আজও লিংক বিভ্রাট, ভোগান্তি মাসিক টিকিট নিয়ে!
মারণ করোনা ভাইরাস-এর কারণে দীর্ঘপ্রায় ৭-৮ মাস রেল পরিষেবা বন্ধ ছিল। গত বৃহস্পতিবার রাজ্য-রেল বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী বুধবার অর্থাৎ ১১ই নভেম্বর থেকে রাজ্যে কিছু সংখ্যক লোকাল ট্রেন চলবে। শিয়ালদহ ও হাওড়া শাখা মিলিয়ে পূর্ব রেলের প্রায় ৫০-৬০ লক্ষ মাসিক টিকিটের যাত্রী রয়েছেন। রেল জানিয়েছিল, সোমবার থেকে সংশ্লিষ্ট রেল কাউন্টারে মাসিক টিকেটর মেয়াদ বৃদ্ধি করা যাবে। কিন্তু, এক ঘন্টা লিংক থাকার পরই তা চলে যায়। রেল সূত্রে খবর, 'সেন্টার ফর রেলওয়ে ইনফর্মেশন সেন্টার’-এর সার্ভারে লিংক ছিল না, তাই এই ভোগান্তি।