Weather Update | বর্ষা বিদায় নিলেও তৈরি হচ্ছে নিম্নচাপ! হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস কয়েক জেলায়!

১৩ অক্টোবর পশ্চিমবঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বর্ষা বিদায় নিলেও 'ওয়েদার ফোরকাস্টিং সিস্টেম' (WFS) দাবি করছে, ২৫ অক্টোবর বঙ্গোপসাগরে একটি অতি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে।
১৩ অক্টোবর পশ্চিমবঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বর্ষা বিদায় নিলেও 'ওয়েদার ফোরকাস্টিং সিস্টেম' (WFS) দাবি করছে, ২৫ অক্টোবর বঙ্গোপসাগরে একটি অতি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে। এদিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলায় আগামী ৫ থেকে ৭ দিন তেমন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রাম।